কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করে বিজিবি।
আটককৃতরা হলেনরোহিঙ্গা নারী মমতাজ বেগম ও স্থানীয় নারী মনোয়ারা বেগম।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। আটক দুই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।