জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামীর নির্বাচনে নৌকা আর থাকবে না, শেখ হাসিনা আর কখনো এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।
তিনি আরও বলেন, আমাদের নিষিদ্ধ করতে অনেকে চেষ্টা করেছে, কিন্তু আজ তারাই নিষিদ্ধ। অথচ জামায়াত তাদের কাঙ্ক্ষিত জায়গার দিকে অগ্রসর হচ্ছে। হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, অথচ আজ তারাই রাজনীতির মাঠে নিষিদ্ধ।
শনিবার (২৩ আগস্ট) মাগরিবের পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডায়মন্ড পার্কে জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটিকে ইসলামের জন্য উর্বর ময়দানে পরিণত করতে হবে যুবকদের মাধ্যমে। আমরা সংখ্যায় কম নই, তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি মানুষের কাছে গিয়ে আমাদের কথা পৌঁছাতে হবে। মানুষের জন্য কাজ করে দাঁড়িপাল্লায় জোয়ার তুলতে হবে। এখান থেকে অনেকে মন্ত্রী হয়ে হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ জামায়াত এখানে যোগ্য নেতৃত্ব দিয়েছে। চট্টগ্রাম-১৩ আসনে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে কাঙ্ক্ষিত অর্জন হবে। যুবকরাই মূল ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক জামালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
তিনি বলেন, স্বাধীনতার পর মানুষ কাঙ্ক্ষিত মুক্তি পায়নি। এদেশের যুবকরা ফ্যাসিবাদকে ধ্বংস করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। নতুন করে কেউ যদি ফ্যাসিবাদি হতে চায়, তাহলে যুবকরাই তা প্রতিরোধ করবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে যুবকরাই নেতৃত্ব দেবে।
সম্মেলনে প্রধান বক্তা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদী বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। এই আন্দোলন কখনো থেমে থাকেনি, থামবেও না। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই আগামীর বাংলাদেশ উপহার দেবে জামায়াতে ইসলামী।
এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাস্টার মুনির আফসার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি (বাইতুল মাল) মাস্টার শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ্, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীনসহ উপজেলা জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ।