কক্সবাজারের উখিয়া উপজেলার স্বনামধন্য আইসিটি বিষয়ের প্রতিষ্ঠান আইসিটি স্পেশাল কেয়ারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার(৬ জানুয়ারি) বিকেলে কোর্টবাজারস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক জয় বড়ুয়া। নবম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ কেয়ারের পরিচালক নিখিল বড়ুয়া। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আইসিটি স্পেশাল কেয়ারের দুটি শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ এটিএম জাফর আলম কলেজের শিক্ষক সালাহউদ্দিন কাদের, আবুল হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ইমরান আল মাহমুদ, তাওহীদুল ইসলাম রাপী ও পংকজ বড়ুয়া।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া বলেন,"হাঁটি হাঁটি পা পা করে আইসিটি স্পেশাল কেয়ার আজকে ৯ম বর্ষে পদার্পণ করেছে। এতটুকু আসতে নানা চ্যালেঞ্জ পার হতে হয়েছে। অভিভাবকদের আস্থা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণের ফলে আজকে সুনামের সাথে পথচলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বৃত্তি পরীক্ষা আয়োজন, সর্বোচ্চ উপস্থিতির পুরষ্কার প্রদান করা হয়েছে। আগামীতে যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিবে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জন্য এনইউ কোচিং সেন্টার চালু করা হয়েছে। সবার নিকট সহযোগিতা প্রত্যাশা করছি।"
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.