অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছে কক্সবাজারের উখিয়ার পুরো তেলখোলা এলাকার সাধারণ মানুষ। গবাদি পশু লুট, রাখাল গুম এবং রাতের পর রাত গুলির শব্দে তটস্থ হয়ে পড়েছে শ্রমজীবী ও কৃষক পরিবারগুলো। এরই প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা ও স্বাধীন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের থাইংখালী তেলখোলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় কৃষক ও শ্রমজীবী প্রতিনিধি মো. আবদুল মালেক, আবু তাহের ও আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, “আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বনে গরু, মহিষ ও ছাগল চরাতে যাই। কিন্তু সন্ত্রাসীরা আমাদের গবাদি পশুগুলো অস্ত্রের মুখে নিয়ে যায়। পাহাড়ে বসবাসরত অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে আমরা স্থানীয়রা হুমকির মুখে দিনাতিপাত করছি। রাঙামাটি ও বান্দরবান দিক থেকে আসা একদল সন্ত্রাসী পাহাড়ে আধিপত্য বিস্তার করেছে। তারা ভারী অস্ত্র নিয়ে দিনরাত ঘুরাফেরা করছে। পশু নিয়ে গেলে তা আর ফেরত আসে না, এমনকি রাখাল ছেলেকেও তারা গুম করে রাখে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.