আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহারসহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলেই শাস্তির মুখোমুখি হতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এই আচরণবিধি চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে, সর্বোচ্চ ১৬ ফুট আয়তনের বিলবোর্ড ব্যবহার করে প্রচার চালানোর অনুমতি থাকবে। প্রতি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কোনো ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রচারসামগ্রীতে পলিথিন ও রেকসিনের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একইসঙ্গে নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় ঘৃণ্য বক্তব্য, ভ্রান্ত তথ্য, কারও মুখ বিকৃত করা, মিথ্যা তথ্য প্রচারে কঠোরভাবে নিষিদ্ধ করেছে ইসি।
আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। সংশোধিত বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আগের ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই আচরণ বিধিমালার খসড়া এবং আরপিও সংশোধন চূড়ান্ত করেছে ইসি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.