
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ওই এলাকার সাবেক চারবারের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী বলেন, বার্মার (মিয়ানমারের) সন্ত্রাসী আরকান আর্মি আমাদের এখানে এসে অত্যাচার করবে, বার্মা থেকে গুলি এসে আমাদের মানুষকে রক্তাক্ত করবে আহত করবে এটা হতে পারে না। অথচ আমরা বার্মার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আরকান আর্মি অতিরিক্ত বাড়াবাড়ি করছে, সরকারকে এর সমুচিত জবাব দিতে হবে। রোহিঙ্গাদের অতিদ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে, আমার এলাকার সীমান্তবর্তী মানুষরা শান্তি চায়।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে টেকনাফের হ্নীলায় স্থানীয় বিএনপি আয়োজিত দলটির আমৃত্যু চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ওপারে সংঘাতের কারণে এপারে হতাহতদের চিকিৎসা নিশ্চিতসহ সীমান্তে শান্তি ও নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনার পাশাপাশি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবি জানান তিনি।
প্রসঙ্গত, টেকনাফের হোয়াইক্যংয়ে গত রোববার (১১ জানুয়ারি) সকালে ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের কন্যা শিশু হুজাইফা আফনান (১২)।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আফনানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করা হলেও তার মাথা থেকে গুলি বের করা এখনো সম্ভব হয়নি।
এছাড়া গতকাল সোমবার একই এলাকার সীমান্তে নাফনদী মোহনায় হানিফ নামে এক যুবক মাইন বিস্ফোরণে নিজের একটি পা হারিয়েছেন, তিনিও বর্তমানে চমেকে চিকিৎসাধীন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.