মো. কামাল উদ্দিন •
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সঞ্জীব পাল নামের এক উপপরিদর্শক (এসআই)কে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) উপপরিদর্শক সঞ্জীব পালকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রোববার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে এবং আরো চার-পাঁচজনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা করেন। এ ঘটনায় তাকেই প্রত্যাহার করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক আসামীকে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। সাজ্জাদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর সাজ্জাদকে সিএনজি চালিত অটো রিকশায় তোলার সময় তার স্বজনেরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা সাজ্জাদকে ছিনিয়ে নেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সোমবার রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেপ্তার করে সিএনজি চালিত অটোরিকশায় তোলার সময় হঠাৎ তার স্বজনেরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার পর তাকে প্রত্যাহার করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.