ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী কে ধরতে গিয়ে আসামীর লোকজনের অতর্কিত হামলায় ৬জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। রবিবার রাতে দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে, মিজানুর রহমান (৪০) নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এএসআই শেখ সাদী তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা আসামির বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসার পথে আসামী ছিনিয়ে নিতে অভিযানে থাকা পুলিশ সদস্যেদের অতর্কিত হামলা চালায় আসামীর পক্ষের লোকজন। এতে অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত হন। হামলার পরে ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানে থাকা পুলিশ সদস্যরা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, রাতে আসামি কে গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামীকে ছিনিয়ে নিতে আসামী পক্ষের লোকজন পুলিশের উপর আক্রমণ করে, এতে গুরুতর আহত হয় এএসআই শেখ সাদী সহ আরো ৫পুলিশ সদস্য।
মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন হচ্ছে,মামলা প্রক্রিয়াধীন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.