মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসাসেবায় ঢাকায় আসছে চীনের ৫ সদস্যের মেডিকেল প্রতিনিধিদল। আজ সন্ধ্যায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এছাড়া দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) গ্রহণ করছেন বাংলাদেশি চিকিৎসকরা।বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত চীনের জরুরি মেডিকেল টিম পাঠানো হচ্ছে। ঢাকায় পৌঁছানোর পর তারা প্রয়োজনীয় সব সহায়তা ও চিকিৎসা পরামর্শ দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।এদিকে দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীন ও বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞরা ভিডিও পরামর্শ (টেলি-কনসালটেশন) পরিচালনা করছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অনুরোধে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও পরামর্শ করেন।
বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু নেফ্রোলজি ও শিশু শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ চীনা ডাক্তাররা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে গুরুতর আহত কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন এবং যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এর আগে বুধবার (২৩ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ভারত ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়।
সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনা ঘটে। সরকারের দেওয়া তথ্যমতে ওই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে, যাদের বেশিরভাগই শিশু। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসায় বাংলাদেশ সরকারের পাশাপাশি চীন, ভারত ও সিঙ্গাপুর সহযোগিতা করছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.