নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় তাঁতী দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া মোহাম্মদ সৈকত হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি।
বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের সৈকতের বাড়ি থেকে আটক হন সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। আটক আলাউদ্দিন সন্দীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তাঁতী দল নেতা সৈকত ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন সম্পর্কে শ্যালক-দুলাভাই।
হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে আলাউদ্দিনকে অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছে ১০টি ককটেল পাওয়া যায়। আলাউদ্দিন দীর্ঘদিন ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
এই বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল বলেন, সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.