উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই ) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্ট অতিক্রমকালে সন্দেহজনক আচরণে গাড়ির এক যাত্রীকে তল্লাশির জন্য আটক করে বিজিবি। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নূর মোহাম্মদ (৪৯), পিতা মোঃ ইউছুফ আলী, গ্রাম নাজিরপাড়া, টেকনাফ, স্বীকার করেন যে তার মলদ্বারে ইয়াবা রয়েছে।
পরবর্তীতে তাঁর দেহ তল্লাশিতে মলদ্বার থেকে বিশেষ কায়দায় রাখা ২টি কালো রঙের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল মোট ২,০০০ পিস বার্মিজ ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করছিলেন।
এ ঘটনায় আটক আসামি ও জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.