ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।
প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার আইএনএ এই খবর প্রকাশ করে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘রাতে একটি পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
প্রাদেশিক গভর্নর আইএনএকে বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করা হবে।’
ভবন ও মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.