কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আবুল কাশেম ওরফে কাশেম ডাকাতকে আটক করেছে পুলিশ।
গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ঈদগড় পুলিশ ক্যাম্পে বিশেষ দায়িত্বপ্রাপ্ত রামু থানার এসআই শামসু উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের পানিশ্যাঘোনা এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা কাশেম ডাকাতকে আটক করা হয়।
আটক আবুল কাশেম ঈদগড় ৭ নম্বর ওয়ার্ডের পানিশ্যাঘোনা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী এসআই শামসু উদ্দিন।
তিনি আরও জানান, কাশেম এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে রেখেছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দারা কাশেম ডাকাতকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করে পুলিশ ও এসআই শামসু উদ্দিনকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.