
কক্সবাজারের উখিয়া সদরের মধ্যম স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল মান্নান।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
পরে তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অগ্নিকাণ্ডে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম আহমেদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ ও একাডেমিক সুপারভাইজার বদরুল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কথা বলে জেলা প্রশাসক তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.