কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে মলদ্বারে লুকানো ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবকের নাম জাহাঙ্গীর আয়েস (২৫)। তিনি টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রাজ্জাকের ছেলে।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং বিওপি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য তা থামায়।
এসময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীর আয়েসকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার মলদ্বারের ভেতরে ইয়াবা লুকানো রয়েছে। পরে স্থানীয় প্যাথলজিতে এক্স-রে করানো হলে ইয়াবার প্যাকেট শনাক্ত হয়। ডাক্তারের সহায়তায় একটি বায়ুরোধী কালো প্যাকেট বের করা হয়, যাতে গণনা করে ১,৯৮২ পিস ইয়াবা পাওয়া যায়।
আসামি স্বীকার করেছে, টেকনাফ থেকে ইয়াবা কিনে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.