কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারস্থ এন আলম মার্কেটের অস্থায়ী কার্যালয়ে আস্-সাহাবা সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার(৪ আগস্ট) মাগরিবের নামাজের পর এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এন আলম মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা বুরহান উদ্দিন সাহেব।
সূচনা পর্বে তিলাওয়াত করেন কারী হাফেজ মাওলানা আতিকুল্লাহ হামজা সাহেব।
সভায় ফাউন্ডেশনের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে মাওলানা বুরহান উদ্দিন বলেন, “আস্-সাহাবা সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এ সংগঠনের মাধ্যমে তরুণ সমাজ মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে। ২০২৫ সালের ৪ এপ্রিল যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালিত হয়ে আসছে। এতে স্বেচ্ছায় দান করার সুযোগ রয়েছে, কোনো বাধ্যবাধকতা নেই।”
পরবর্তীতে, মাওলানা ইকবাল তাওহিদি কোরআন ও সুন্নাহর আলোকে মানবসেবার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন হাফেজ মাহমুদুল হক, মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা ছনা উল্লাহ প্রমুখ।
বক্তব্য পর্ব শেষে সদস্যদের পরিচিতি পর্ব ও পরামর্শমূলক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় জানানো হয়, সুযোগ থাকলে ভবিষ্যতে ফিলিস্তিনে সাহায্য পাঠানোর পরিকল্পনাও রয়েছে সংগঠনের।
পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.