কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে পানির সরবরাহকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে
জানা যায়, গত ১২ আগস্ট রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, পাতাবাড়ি গ্রামের মৃত সুধীর বড়ুয়ার দুই পুত্র রূপন বড়ুয়া ও শিপন বড়ুয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছে। স্থানীয়দের মতে, মোটরচালিত টিউবওয়েল থেকে খাবার পানি সরবরাহ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।
রূপন বড়ুয়ার স্ত্রী বেবী বড়ুয়ার দাবি, শিপন বড়ুয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার ইয়াবার চালান তাদের ঘরে মজুদ রাখার সুযোগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার দিন রাতে রূপন বড়ুয়ার অনুপস্থিতিতে তার ভাই শিপন বড়ুয়া বাড়িঘর ভাঙচুর করে এবং রূপনের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করে বাড়ির ভেতর অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে জানতে অভিযুক্ত শিপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মারধর শ্লীলতাহানি ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, পানির মোটরচালিত কল নিয়ে সমস্যা ছিলো যা নিয়ে সামান্য হাতাহাতি হয়েছে। আমার বিরুদ্ধে আনীত ইয়াবার অভিযোগ সত্য নয় এটি পরিকল্পিত ভাবে আমাকে ফাঁসানো হয়েছিল।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.