কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুতুপালং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। স্থানীয় ক্রীড়ামোদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এ টুর্নামেন্ট।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ বাদশা মিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক, জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিত উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ নুর সওদাগর, মোহাম্মদ রিদুয়ান, আব্দুল মালেক মানিক, মোহাম্মদ আলী, মীর রাফেত, মোহাম্মদ কামাল, হেলাল উদ্দিন, মোঃ মোরশেদ ও রিয়াদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী জনসাধারণ।
উদ্বোধনী দিনে এক মনোজ্ঞ ম্যাচের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা হয়।
প্রধান অতিথি সাদমান জামী চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফকে গত ১৫ বছরে স্বৈরাচারের আমলে মাদক পাচারের সাম্রাজ্য হিসেবে ব্যবহার করে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেখান থেকে উত্তরণ হতে হলে এবং কলঙ্ক মুক্ত হতে হলে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা অপরিসীম।
আয়োজক কমিটির সদস্য কফিল উদ্দিন জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার তরুণদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রধান অতিথি জনাব সাদমান জামী চৌধুরীর উপস্থিতি অত্র এলাকার মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.