উখিয়া উপজেলার বড় ইনানী এলাকার তরুণী রোকসানা আক্তার (২৬) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। এমন মানবিক পরিস্থিতিতে স্টুডেন্ট ইউনিট সোসাইটি (SUS) এগিয়ে এসেছে রোকসানার পাশে।
সংগঠনটি বিভিন্ন জায়গা থেকে তহবিল সংগ্রহ করে তার চিকিৎসার জন্য অনুদান হিসেবে ৮৬ হাজার ৪০০ টাকা প্রদান করেছে।
সংগঠনের উপদেষ্টা নুরুল আলম ওয়াহিদ বলেন, “মানবিক বিপর্যয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রোকসানার চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার লক্ষ্য।”
এসময় সংগঠনের সভাপতি মীর আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোছা ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ অনুদান সংগ্রহে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টুডেন্ট ইউনিট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আর্থিক সহযোগিতা পেয়ে রোকসানার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.