উখিয়ার রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকায় স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ একটি বিশাল বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে দোছড়ির নাপিতপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়ির আমগাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ২৫ কেজি ওজনের এই অজগরটি কয়েকদিন ধরে লোকালয়ে দেখা যাচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।
পরে উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে।
বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, “আমরা আব্দুর রহিমের বাড়ির আমগাছ থেকে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেছি। পরবর্তীতে এটিকে সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।”
স্থানীয়রা জানান, লোকালয়ে বড় আকৃতির অজগর দেখা যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হলেও বন বিভাগ দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি ফিরে এসেছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.