কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা চুরি চক্রের মূল হোতা ছৈয়দ নূর (৪০) কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার(১৫ সেপ্টেম্বর) ভোরে হাজম রোড এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দ নূরকে গ্রেফতার করা হয়। সে টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দনী পাড়ার মৃত ছৈয়দ আহাম্মদের ছেলে।
পরে ছৈয়দ নুরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ কুতুপালং বাজার, পালংখালী বাজার ও কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পালংখালী ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের বাসিন্দা রিফাত হোসেন (২২), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা সৈয়দ করিম (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টোনাপাড়া গ্রামের বাসিন্দা নূর হাবিব শেখ (৩২)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সিন্ডিকেটে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.