উখিয়ায় উৎসবমুখর পরিবেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ৯ টি পূজা মণ্ডপে মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
পূজা মণ্ডপ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখরিত হয়েছে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ।
এ উপলক্ষে পঞ্চগড়ে জেলা প্রশাসনের পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৫।
উখিয়া উপজেলার ৯ টি পূজামণ্ডপকে ঘিরে এরইমধ্যেই মোতায়েন করা হয়েছে র্যাব সদস্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম। রোববার রাত্রে উখিয়া উপজেলার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
এ সময় তিনি জানান, এ উৎসবজুড়ে র্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে এবং স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে। একই সাথে বাড়তি নজরদারি ও সাইবার মনিটরিং করা হবে। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.