কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্ববহ অভিভাবক সমাবেশ।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশীদ নূরী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ফজল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি আমির হামজা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ ক্লাস’ চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। পাশাপাশি যেসব শিক্ষার্থী চলমান উপবৃত্তি পাচ্ছে না, তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন উর রশীদ নূরী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করা। চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা যে ‘বিশেষ ক্লাস’ চালু করেছি, তা তাদের শিখন ফল উন্নয়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এ ক্লাসে পাঠ্যবইকেন্দ্রিক পাঠদান করা হবে, যাতে গাইডবইয়ের ওপর নির্ভরতা কমে যায়।
অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা সন্ধ্যায় সন্তানদের পড়ালেখায় নজর দিন, অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখুন এবং বিশেষ করে ছেলে সন্তানদের প্রতি আরও যত্নবান হোন। শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রয়াসই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে।
সমাবেশে গাইড বই পরিহার করে মূল পাঠ্যবইয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি, বাসায় পড়াশোনা নিশ্চিত করা, শিক্ষার্থীদের আচরণগত দিকের উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.