উখিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উখিয়ার দারোগাবাজার মন্দির, কুতুপালং হিন্দু ক্যাম্পের পূজামণ্ডপ এবং বালুখালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার আয়োজন, নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী,উখিয়া থানার ওসি মো. জিয়াউল হক, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.