কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমি জবরদখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা স্বপন শর্মা রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রাথমিক শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, স্বপন শর্মা রনি দীর্ঘদিন ধরে উখিয়ার হলদিয়া পালং ৮নং ওয়ার্ডের সংরক্ষিত বনাঞ্চলের একটি অংশ নিজের দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বনবিভাগ তদন্ত শুরু করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বপন শর্মা রনির বিরুদ্ধে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৩(১)(খ): সংরক্ষিত বনাঞ্চলে অনধিকার প্রবেশ,৩৩(১)(ক): বনভূমির অবৈধ ব্যবহার,৩৩(১)(গ): সরকারি অনুমোদন ব্যতীত স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
আইন অনুযায়ী, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
স্বপন শর্মা রনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। উখিয়ায় তার প্রভাব বিস্তৃত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগেও তার বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ভূমি দখলসহ একাধিক অভিযোগ থাকলেও কোনোটিই এতদিন আইনি পর্যায়ে গড়ায়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বপন শর্মার দখল কার্যক্রমের কারণে একাধিকবার বনাঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তারা এ ঘটনায় প্রশাসন কঠোর ভূমিকা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.