কক্সবাজার প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক আসামিকে আটক করেছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি উখিয়া ব্যাটালিয়ন চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ জুন ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শীলখালী অস্থায়ী চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী ঝিনুক পরিবহনের একটি যাত্রীবাহী মিনি বাস তল্লাশি করা হয়। এ সময় বাসযাত্রী নুর আলম (৪৫), পিতা মৃত শহর মুল্লুক, গ্রাম আলিয়াবাদ, ৪নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, ডাক ও থানা টেকনাফ মডেল, জেলা কক্সবাজারের কাছ থেকে দুটি সাদা রঙের বালতি উদ্ধার করা হয়।
তল্লাশিতে দেখা যায়, এক বালতির মধ্যে তিনটি যানবাহনের যন্ত্রাংশ এবং আরেক বালতির ভেতরে লাল রঙের শপিং ব্যাগে স্কচটেপ মোড়ানো কালো পলিথিনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম জানায়, সে মুচনি রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে মহেশখালীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত আসামি ও জব্দ ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.