কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি টহলদল এ অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি কাটাখাল এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় মিয়ানমার দিক থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তি ঘাড়ে ঝাঁকি জাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তার দিকে অগ্রসর হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ঝাঁকি জাল ফেলে দ্রুত নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে খালের পাড়ে পড়ে থাকা ঝাঁকি জাল তল্লাশি করে একটি প্যাকেট উদ্ধার করা হয়। এর ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে অভিযানের সময় চোরাকারবারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.