কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পালংখালী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকাতে গেলে তারা পালিয়ে যায়। পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে ৯টি কাটে মোড়ানো ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, ৯ সেপ্টেম্বর সকালে একই সীমান্ত এলাকায় আবারও বিশেষ অভিযান চালায় বিজিবি। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা অগ্রসর হয়। তখন তারা সাঁতরে মিয়ানমারে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া একটি নৌকা জব্দ করা হয়। নৌকায় থাকা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ফেরারী মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.