"মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন"- এ প্রতিপাদ্যে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলরুমে আয়োজিত মাতৃদুগ্ধ সপ্তাহ পালনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন।
আলোচনা সভায় নবজাতক শিশুদের ক্ষেত্রে জন্মের পর ৬মাস শুধুমাত্র মায়ের দুধ পান করার জন্য সবাইকে সচেতনতা বার্তা দেওয়া হয়। বক্তারা বলেন," একজন নবজাতকের জন্য নির্ভেজাল খাবার হচ্ছে মায়ের দুধ। তাই স্বাস্থ্যবিধির বাইরে গিয়ে অযথা বাজারের দুগ্ধ পান থেকে সবাইকে বিরত থাকতে হবে। সবাইকে আরও সচেতনতা সৃষ্টিতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।"
আলোচনা সভায় চিকিৎসকবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.