কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া এক ভুয়া যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আনসার চেকপোস্টের সামনে সিভিল পোশাকে ওয়াকিটকি হাতে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর (ASU) সদস্য পরিচয় দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেন।
খবর পেয়ে উখিয়া থানার রাত্রিকালীন কিলো–০৬ টিমের ইনচার্জ এসআই মো. কামাল হোসেন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতকে হেফাজতে নেন। পরে যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি সেনাবাহিনীর সদস্য নন।
আটক ব্যক্তির নাম মো. ইউসুফ আনোয়ার (৩০)। তিনি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় উখিয়া থানায় মামলা (নং–৫৯, তারিখ ৩০/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) আটক ইউসুফ আনোয়ারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.