কক্সবাজারের উখিয়ায় যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় ২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনি বাস (সাম্পান পরিবহন) শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় পেছনের সিটে যাত্রীবেশে বসা এক ব্যক্তির আচরণে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। পরে স্কুলব্যাগের ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো ২ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলার ফয়েজুল হকের পুত্র মো. ইয়াছিন (৩১),
উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিযানে ১ লাখ ৭৬ হাজার ২৩৮ পিস ইয়াবা, ৬.৪৫২ কেজি গাঁজা, ৭৬৮ ক্যান বিয়ারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, ২টি G-3 রাইফেল, ১টি একে-৪৭, ১টি বিদেশি রিভলভার, মর্টার শেল, গ্রেনেডসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও গুলি।
আটক ইয়াছিন ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.