কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে ‘আনু সালাম ডাকাত’ (৩৫) অবশেষে র্যাব-১৫ এর হাতে ধরা পড়েছে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ মোট নয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই দুর্ধর্ষ অপরাধীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
আনোয়ার ইসলাম (৩৫) (প্রকাশ আনু সালাম) রাজাপালং ৬ নং ওয়ার্ডের মধুর ছড়ার মৃত আবুল কাশেমের পুত্র।
র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই শুক্রবার ভোররাতে কুতুপালং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনু সালামকে গ্রেফতার করে।
অভিযানের সময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনু সালাম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে রয়েছে অবৈধ বন দখল, অপহরণ, মারধর, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ডাকাতির একাধিক অভিযোগ। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বহুবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিলেও সে ছিল ধরাছোঁয়ার বাইরে।
প্রথমে এপিবিএন অভিযানে ব্যর্থ হলে, পরবর্তীতে জেলা পুলিশ তাকে ধরতে তৎপর হয়। অবশেষে জুলাইয়ের মাঝামাঝি জেলা পুলিশের অনুরোধে র্যাব-১৫ আনু সালামের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করে। এক সপ্তাহের চেষ্টার পর অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর দায়িত্বশীল কর্মকর্তা।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.