কক্সবাজারের উখিয়ায় মালিকবিহীন অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
৭ জুলাই ২০২৫ ইং, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ক্যারেঙ্গাঘোনা-২ এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্ত পিলার ১৮ এর নিকটবর্তী এলাকায় মিয়ানমার দিক থেকে বাংলাদেশ অভ্যন্তরে ঢোকার সময় এক চোরাকারবারিকে লক্ষ্য করা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি পাটের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেট থেকে মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
এ বিষয়ে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। চোরাকারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি।
— লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি
অধিনায়ক, ৬৪ বিজিবি, উখিয়া ব্যাটালিয়ন
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.