কক্সবাজারের উখিয়ায় ৩,০০০ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের বিশেষ টহল দল টেকনাফ-কক্সবাজার সড়কে আকস্মিক তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। আটক করা হয় সিএনজি চালককে।
তথ্য অনুযায়ী, টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজির চালকের মাথার পাশে থাকা অডিও স্পিকারের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো লুকানো ছিল। এসময় সিএনজি চালক মোহাম্মদ ইসলাম (২৮) কে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লঙ্গুরবিল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বিজিবির ভাষ্য, আটককৃত চালক ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় আটক আসামি, জব্দকৃত ইয়াবা এবং সিএনজি গাড়িটি নিয়মিত মামলার ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.