কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে ৬০টি বক উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে উদ্ধারকৃত বকগুলো অবমুক্ত করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া বন রেঞ্জের অধীনে সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকা থেকে এসব বক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান।
তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বকগুলো বিকালে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বকসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, আটকে রাখা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.