কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৪৪৩ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূইয়া। অভিযানে আরও অংশ নেন পুলিশ পরিদর্শক (নি:) কাজী মহসীন, এসআই (নি:) সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য অফিসার-ফোর্স।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সার্বিক নির্দেশনা ও ক্যাম্প কমান্ডার পুলিশ সুপার উক্য সিং, পিপিএম-এর তত্ত্বাবধানে এফডিএমএন ক্যাম্প-১০ এর এফ/৩৪ ব্লকে অভিযান চালিয়ে এফসিএন-১৯০০৭২ নম্বরের বসতঘর হতে মোহাম্মদ আনোয়ার (৫৪), পিতা-মৃত ফরিদ আহম্মদ, মাতা-মৃত আকলিমা খাতুন নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
তার হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-৩০, তারিখ-১৪/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.