
কক্সবাজারের উখিয়ায় টেকনাফ–কক্সবাজার মহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।
রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে উখিয়া থানাধীন কোর্টবাজার আলিমুড়া এলাকায় ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ এপিবিএনের উপপরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুর নবী।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন রোহিঙ্গা যুবক মোঃ আবদুল্লাহ প্রকাশ মোঃ ওসমান (১৯)–কে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর কালো রঙের পলিথিনে রাখা ১৮টি লকযুক্ত এয়ারটাইট প্যাকেট থেকে মোট ৯০০ পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ক্যাম্প-৯, বালুখালী-১ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের সময় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.