কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন'র একটি আভিযানিক দল।
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক( অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন এসআই কায়েমুল ইসলাম, এএসআই শাহাবুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এসময় ১টি ওয়ান শুটার গান, ১টি এলজি গান এবং ১৬ রাউন্ড গুলিসহ ক্যাম্প-৮ ওয়েস্টের মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার সাদেক(২০) কে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান," গ্রেফতার আনোয়ার সাদেককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে ১৪ এপিবিএন'র নিয়মিত টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।"
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.