উখিয়ার সামাজিক-রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে ‘ছাত্র জনতার’ নাম ব্যবহার করে কোর্টবাজারে আয়োজিত একটি ক্ষুদ্র পরিসরের কর্মসূচি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন উখিয়ার আইনজীবী ও তরুণ রাজনীতিক ব্যারিস্টার সাফ্ফাত ফারদীন চৌধুরী।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমাদের অনেক কষ্টে, পরিশ্রমে গড়া উখিয়ার জুলাই ঐক্যের মধ্যে যার নোংরা ইশারায় আজ ফাটল ধরানো হল, উনাকে উখিয়াবাসী কখনো ক্ষমা করবেনা।”
তিনি দাবি করেন, ‘ছাত্র জনতার’ নাম ব্যবহার করে কিছু ব্যক্তি কোর্টবাজারে যে কর্মসূচি চালিয়েছেন, তা এই আন্দোলনের মূল চেতনার সাথে যায় না এবং এটি ছিল একটি সংগঠনের হাতে গোনা কয়েকজনের একচেটিয়া প্রচেষ্টা।
ব্যারিস্টার প্রশ্ন তোলেন, “যার পরামর্শে এই প্রোগ্রাম করা হয়েছে, বিগত জুলাইতে উখিয়ায় উনি জুলাই যোদ্ধাদের সংগ্রামে কি সহযোগিতা করেছেন?”
তিনি বলেন, এ প্রশ্নের উত্তর জুলাই যোদ্ধারা জানেন এবং জনতাও জানবে।
তিনি আরও বলেন, “উখিয়ার ছাত্র জনতার ফোরাম ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ এবং সর্বস্তরের মানুষের প্লাটফর্ম। এই প্ল্যাটফর্ম তৈরিতে আমারও সামান্য ভূমিকা ছিল।”
সাফ্ফাতের অভিযোগ, কেউ কেউ এখন রাজনৈতিক উদ্দেশ্যে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চাইছে, যা কখনোই বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট করে জানান, “এই প্লাটফর্ম কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য বর্গা দেইনি।”
পোস্টের শেষাংশে তিনি বলেন, “ভবিষ্যতে কেউ এই পবিত্র প্লাটফর্মকে নোংরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইলে, উখিয়ার রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, পুলিশ আর ফ্যাসিস্টদের গুলির মুখে সংগ্রাম করা জুলাই যোদ্ধারা সেটা মেনে নেবে না।”
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.