কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৬টা ৫ মিনিটে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় কুতুপালং পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ঠাকুরদাস মন্ডলের নেতৃত্বে দিবাকালীন মোবাইল–১ টিম অভিযানটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক–এফ, শেড–৩৩, রুম–০৪–এ বসবাসরত রোহিঙ্গা নারী হাসিনা (৩৫), পিতা: আব্দুস সালাম, এমআরসি নম্বর: ৬২০২৮/এ-এর ঘরে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের পলিথিন ব্যাগে রাখা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে গাঁজাসহ আটক করে কুতুপালং পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৩৬৫/২৫, তারিখ ১৮/০৭/২০২৫ খ্রিঃ অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.