কক্সবাজারের উখিয়ার স্থানীয় সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উখিয়ার সর্বস্তরের সাংবাদিক সমাজ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উখিয়া থানার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন উখিয়ার সর্বস্তরের সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি, ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, মামলার বাদী প্রথমে গণমাধ্যমের কাছে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে ঘটনাস্থলে বলেছিলেন, তাকে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি হামলা করেছে, যাদের কাউকে তিনি চিনতে পারেননি। অথচ সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সাংবাদিক তানভীর শাহরিয়ারকে ষড়যন্ত্রমূলকভাবে মামলার ৫২ নম্বর আসামি করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন রাখেন, "বাদী নিজে যাদের চেনেন না, তাদের বদলে সাংবাদিক তানভীর শাহরিয়ারকে আসামি বানানোর পেছনে কারা জড়িত? উখিয়া থানার ওসি ও কক্সবাজার পুলিশ সুপার এ দায়ভার নেবেন কি?”
২৮ বছর বয়সী তানভীর শাহরিয়ার অনলাইন নিউজ পোর্টাল ‘উখিয়া নিউজ টুডে’-এর সম্পাদক এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে তার কারাবন্দি ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে সংহতি জানান।
মানববন্ধনে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়- সাংবাদিক তানভীর শাহরিয়ারের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি না হলে, তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.