যোগ্যতা, স্বচ্ছতা, অংশগ্রহণমূলক ও বৈষম্যহীন প্রক্রিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দিতে বদ্ধপরিকর কক্সবাজার জেলা পুলিশ। আগামী ১৬ আগস্ট থেকে জেলায় শুরু হবে কনস্টেবল নিয়োগ পরীক্ষা।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এর নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১৭, ১৮ ও ১৯ আগস্ট শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা নেওয়া হবে।
তবে ১৭ ও ১৯ আগস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় অনেক আবেদনকারীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পুলিশ সুপার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছেন। ওই দুই দিন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে বিকেলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও বৈষম্যহীন প্রক্রিয়ায় কনস্টেবল নিয়োগ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.