কোনো দল বা জোটে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তবে কোনো রাজনৈতিক শক্তি এনসিপির লক্ষ্য-উদ্দেশ্যে একমত হলে সঙ্গে আসতে পারে বলে মনে করেন তিনি।
শুক্রবার দিনব্যাপী জাতীয় সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসে নাহিদ এসব কথা বলেন।
পিআর পদ্ধতিসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনে নেমেছে জামায়াত ইসলামীসহ অন্তত সাতটি রাজনৈতিক দল। এ আন্দোলনে এনসিপির সম্পৃক্ত হওয়ার খবর এসেছিল কোনো কোনো সংবাদমাধ্যমে।
ভোটের আগে গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হচ্ছে, এমন খবরও এসেছে সংবাদমাধ্যমে।
এসব বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “সাম্প্রতিক আন্দোলন, রাজনৈতিক জোট বা একীভূত হওয়ার বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, এনসিপি তার লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে, এই লক্ষ্য-উদ্দেশ্যে তারা একমত, তারা আমাদের সঙ্গে আসতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে যে (যুগপৎ) আন্দোলনটা হচ্ছে, সে আন্দোলনের সঙ্গেও (এনসিপি) নাই। কারণ, আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর চাই। এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে।”
এদিন মহানগর, জেলা ও উপজেলা কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে ঢাকার শাহবাগের একটি মিলনায়তনে এ সভা করে এনসিপি।
এতে দলটির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের ইউনিট প্রধানসহ কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভার পর নাহিদ সাংবাদিকদের বলেন, “আজকের জাতীয় সমন্বয় সভায় আমরা বিগত দিনের কাজের মূল্যায়ন করেছি। আমাদের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আমরা তুলে ধরেছি। দ্রুতই সাংগঠনিক বিস্তারের নির্দেশনা দিয়েছি।
“আগামী অক্টোবরের মধ্যেই আমাদের প্রত্যেক জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জেলা-উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী, অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয় আজকে দিনব্যাপী এই সমন্বয় সভা হয়েছে।
“আমরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছি। গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের বিষয়গুলোতে আমাদের আহ্বায়ক প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন।”
নাহিদ ইসলাম বলেন, “যেহেতু আমরা গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একত্রে চাচ্ছি; যৌথ নির্বাচনের জন্য দলের সব স্তরের নেতাকর্মীকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছি।”
আওয়ামী লীগ বর্তমান সরকারের ভেতর থেকে সহযোগিতা পাচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, “আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য ও তান্ডব চালানোর পরিকল্পনা করছে। সরকারের ভেতর থেকে তাদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। যারা জুলাই গণহত্যায় জড়িত, বিভিন্ন মামলায় গ্রেপ্তার হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে। পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।
“যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদেরকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসর অন্যান্য সংগঠনের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে।”
আগামী এক মাসের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন হবে বলে জানান নাহিদ।
তিনি বলেন, “আমরা উপজেলাভিত্তিক কর্মসূচি দেব; প্রত্যেকটি উপজেলায় যাব। আমাদের সাংগঠনিক বিস্তার যেন আগামী এক মাসের মধ্যেই ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত চলে যায়, সেই জন্য আমরা দিকনির্দেশনা দিয়েছি।”
সংবাদ সম্মেলনে এনসিপির অন্য নেতাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.