বরগুনার আমতলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার প্রতিনিধি ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে আমতলীর বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. হেলাল চৌকিদার ও সদস্যসচিব মো. ইমরান খানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগদান করেন।
যোগদানকৃতরা হলেন মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।
এ বিষয়ে তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে আমরা ফ্যাসিস্টদের বিদায় করে সুন্দর সমাজ ও বৈষম্যহীনভাবে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম কিন্তু তা এনসিপির দ্বারা সম্ভব নয়।
তাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে ছাত্রদলে যোগদান করেছি।’
যোগদান অনুষ্ঠানে ছাত্রদলের আমতলী উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.