
কক্সবাজারের উখিয়া উপজেলায় এফডিএমএন (ফোর্সডলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস) ক্যাম্প এলাকায় অননুমোদিতভাবে চলাচলের দায়ে ৩টি সিএনজি আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত ৮ এপিবিএনের আওতাধীন ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের অভিযানে এসব সিএনজি আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোহাম্মদ জাকির হোসেন। অভিযানটি পরিচালিত হয় ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটোয়ারী বিপিএম, পিপিএম-এর নির্দেশনায়।
পুলিশ সূত্র জানায়, এফডিএমএন ক্যাম্প-১৯ এলাকায় আরআরআরসি কর্তৃক অনুমোদন ছাড়াই চলাচল করার সময় সিএনজি তিনটি আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত সিএনজি শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোনো ভিকটিম, উদ্ধারকৃত মালামাল বা আসামি নেই বলে জানানো হয়েছে। এ বিষয়ে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৩২) করা হয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.