গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচে দলকে দুর্দান্ত জয় উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স করে বাংলাদেশের সাবেক অধিনায়ক জিতিয়েছিলেন দুবাই ক্যাপিটালসকে।
কিন্তু নিজেদেন দ্বিতীয় ম্যাচেই পরিস্থিতি যেন সাকিবদের প্রতিকূলে চলে গেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুবাই ক্যাপিটালসের ৮ উইকেটে ১৪১ রানের পুঁজির বিপরীতে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স।
আজ শুক্রবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। এদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন সাকিব। ৫ নম্বরে নেমে ১০ বলে ৭ রান করে মোহাম্মদ নবির বলে জ্যাক দোরানের হাতে ক্যাচ হন তিনি। দলীয় ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরত যান বাংলাদেশ অলরাউন্ডার।
এদিন দুবাই ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন আরেক আফগান ব্যাটার সেদিকুল্লাহ আতাল।
হোবার্টের হয়ে ৪৭ বলে ৫০ রান করেন ম্যাকঅ্যালিস্টার রাইট। অধিনায়ক বেন ম্যাকডারমট ২৪ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২৩ বলে ২৩ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন জ্যাক দোরান।
এদিন বল হাতেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। ৪ ওভার বোলিং করে ৩৪ রান খরচা করেছেন বাঁহাতি টাইগার স্পিনার।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.