
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে নিয়ে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ভারতের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী, রাশিয়ার তেল আমদানির প্রশ্নে তাকে সন্তুষ্ট রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে আমি খুশি নই। আমাকে খুশি রাখা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।”
ভেনেজুয়েলার ওপর সাম্প্রতিক মার্কিন হামলার পর বিশ্ব রাজনীতিতে আবারও তেলের গুরুত্ব সামনে এসেছে। ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের অন্যতম বৃহৎ— যার পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ হিসেবে বিবেচিত।
এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। চলমান শুল্কসংক্রান্ত উত্তেজনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
উল্লেখ্য, মোদির সঙ্গে ফোনালাপের কয়েক দিন আগেই ট্রাম্প ভারতীয় চাল আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। হোয়াইট হাউসে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মার্কিন কৃষক প্রতিনিধিদের অভিযোগ ওঠার পর এই সতর্কবার্তা দেন তিনি।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.