উখিয়ায় ওসি আরিফের বিরুদ্ধে চলমান আন্দোলন থামছে না। শিক্ষক আন্দোলন আগামী ২৭ তারিখ পর্যন্ত স্থগিত করা হলেও, উখিয়ার ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিয়েছে—ওসি আরিফের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ছাত্র প্রতিনিধি সোহেল ইসলাম তার ব্যক্তিগত আইডির ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।
ছাত্রনেতা সোহেল বলেন, “যে ওসি আমাদের মা-বোনদের বুকে লাথি মারতে পারে, ভাইদের টর্চার সেলে নিয়ে অমানবিক নির্যাতন চালাতে পারে—তার সঙ্গে কোনো ধরনের আপস হতে পারে না। ভেতরে কী হয়েছে বা বাইরে কী ঘটছে, আমি সোহেলের চেয়ে বেশি আর কেউ জানে না।”
তিনি অভিযোগ করে আরও বলেন, টর্চার সেলে আটক ছাত্র-ছাত্রীদের সারাদিন শৌচাগারে যেতে দেওয়া হয়নি, এক গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয়নি। নারী কনস্টেবলরা নাকি অশালীন ভাষায় গালিগালাজ করেছে। এতে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ চরমে উঠেছে।
সোহেল স্পষ্ট ভাষায় জানান, “গণঅভ্যুত্থানের যোদ্ধাদের উপর এই ওসি আরিফের যে ক্ষোভ ও প্রতিশোধপরায়ণতা, তা স্পষ্ট। উখিয়ার ছাত্র সমাজ ইতোমধ্যে তাকে লাল কার্ড দেখিয়েছে। আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত আছি।”
উখিয়ার বিপ্লবী ছাত্র জনতা বলছে, আন্দোলন আপাতত স্থগিত থাকলেও ওসি আরিফের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে সর্বশক্তি দিয়ে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.