কক্সবাজারের লিংকরোড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজি (নং কক্সবাজার-থ-১১-৬৯৫০) থেকে দেশীয় তৈরি একটি এলজি, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে আটক ব্যক্তির নাম মাহবুব আলম (৫০)। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব মুক্তারকুল দরগাপাড়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে। আটক ব্যক্তি ও জব্দকৃত সিএনজি আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয় এবং দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল যৌথ বাহিনীর এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে এবং কক্সবাজারে সন্ত্রাস দমনে আরও তৎপর অভিযান চালানোর আহ্বান জানিয়েছে।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.