কক্সবাজার ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর থানাধীন ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ট্রলিং বোট এবং তাতে থাকা ৯ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড।
পরবর্তীতে মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে সকল ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোটে থাকা ২টি ট্রলিং জাল বিনষ্ট করা হয়।
অভিযুক্ত মালিক পক্ষের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে আটক বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Cox's Bazar Office: Main Road, Kolatli, Cox's Bazar, Bangladesh.
Ukhia Office: Main Road, Ukhia, Cox's Bazar, Bangladesh.
Email: shimantoshohor@gmail.com
© 2025 Shimantoshohor.com. All rights reserved.